ঝিনাইদহের কোটচাঁদপুরে ‘আলোর বাতি’ পথনাটক মঞ্চস্থ হয়েছে। বাল্যবিবাহ বিষয়ক সমাজ সচেতনতায় এ পথনাটক করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গতকাল মঙ্গলবার সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় কোটচাঁদপুরের পারলাট গ্রামসহ বিভিন্ন জায়গায় নাটকটি মঞ্চস্থ করা হয়। বাল্য বিবাহের ওপর নির্মিত এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কবি, ছড়াকার ও কৌতুক অভিনেতা মিতুল সাইফ। ২০ নভেম্বর থেকে নাটকটির মঞ্চায়ন শুরু হয়। এতে অভিনয় করেন, মিতুল সাইফ, অসিত ঘোষ, আন্তোন ব্যানার্জি, নারী চরিত্রে ছিলেন, বুলবুলি খাতুন, পায়েল হালদার ও সোনিয়া চৌধুরী। আয়োজনে ছিলেন মিতালী সাহিত্য সংসদ।