কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় নতুন করে কারও শরীরে করোনা শনাক্ত হয়নি। গত মঙ্গলবার বিকেল ৫টা থেকে বুধবার বিকেল ৫টা পর্যন্ত সময়ে ৪৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। গতকাল বুধবার বিকেলে এ তথ্য জানান কুমিল্লা জেলা সিভিল সার্জন।
উল্লেখ্য, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য এক লাখ ৮৫ হাজার ৭৩৪ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে এক লাখ ৮৪ হাজার ৭৪৭ জনের। এর মধ্যে ৩৯ হাজার ২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৪৪৫ জন।