নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে ঝালকাঠি জেলা ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রোনালসে সড়কে গিয়ে শেষ হয়। এর আগে জেলা ছাত্রলীগের নতুন কমিটির নেতারা টাউনহলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
আনন্দ মিছিলের পরে সমাবেশে বক্তব্য দেন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ। সমাবেশে বক্তারা জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে অভিনন্দন জানান।