বাংলাদেশের চলচ্চিত্রের তিন কিংবদন্তি ব্যক্তিত্ব নায়করাজ রাজ্জাক, সত্য সাহা ও গাজী মাজহারুল আনোয়ার। গত শনিবার রাতে গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে দিঠির বাসায় একত্র হয়েছিলেন তাঁরা।
ছিলেন নায়করাজ রাজ্জাকের স্ত্রী লক্ষ্মী, তাঁর তিন সন্তান বাপ্পারাজ, সম্রাট, মেয়ে ময়না ও তাঁদের পরিবার। সত্য সাহার স্ত্রী রমলা সাহা। গাজী মাজহারুল আনোয়ারের স্ত্রী জোহরা গাজী, দুই সন্তান উপল, দিঠি ও তাঁদের পরিবার। আরও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী খুরশীদ আলম, আবিদা সুলতানা, অপু আমান ও ইউসুফ আহমেদ খান।