জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ ব্যারিস্টার এ কে মাইনুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার বয়স হয়েছিল ৮৬ বছর। ব্যারিস্টার এ কে মাইনুল হক ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচনে সাংসদ নির্বাচিত হন।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন সাবেক এই সাংসদ। রাজধানী ঢাকায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় জানাজা বাদ জোহর তার নিজ এলাকা জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
পরে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সাবেক এই সাংসদের মৃত্যুতে পরিবার ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।