বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথের এখলাছুর রহমানকে হুইলচেয়ার দেওয়া হয়েছে। সিংগেরকাছ মানবতার ঘরের পক্ষ থেকে গত সোমবার রাতে তাঁর নিজ বাড়িতে হুইলচেয়ারটি পৌঁছে দেওয়া হয়। এখলাছ দৌলতপুর ইউনিয়নের মীরের গাঁও গ্রামের বাসিন্দা।
এর আগে এখলাছ ওই সংগঠনের সদস্যদের কাছে বলেন, ‘একটি হুইলচেয়ার দাও, আমি কাজ করে খাব।’ হুইলচেয়ার পেয়ে আহত এখলাছ প্রবাসী ভাইদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেন।
এ সময় উপস্থিত ছিলেন মানবতার ঘরের সদস্য ইকবাল হোসেন সাব্বির আহমদ, ফাহিম আহমদ ইমন, মো. আলম, আমিনুল ইসলাম, আলিম উদ্দিন, আব্দুর রশিদ, নিজাম উদ্দিন, রুবেল আহমদ প্রমুখ।