হোম > ছাপা সংস্করণ

উপহার আদান-প্রদান সুন্নত

মুফতি খালিদ কাসেমি

উপহার আদান-প্রদান করা মহানবী (সা.)-এর সুন্নত। উপহারের মাধ্যমে পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি হয়, হৃদ্যতা বাড়ে এবং মনোমালিন্য দূর হয়। হাদিসে বর্ণিত হয়েছে, নবী (সা.) বলেন, ‘তোমরা উপহার আদান-প্রদান করো, পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে।’ (আল-আদাবুল মুফরাদ)

আরেক হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেন, ‘তোমরা একে অপরকে উপহার দাও। উপহার মনের ময়লা দূর করে। এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে বকরির পায়ের এক টুকরো খুর হলেও তা উপহার দিতে যেন অবহেলা না করে।’ (তিরমিজি) অন্য হাদিসে আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) উপহার গ্রহণ করতেন এবং উপহারদাতাকে তার বিনিময়ে উপহার দিতেন।’ (বুখারি)

সামান্য জিনিসের উপহারও নবীজি (সা.) গ্রহণ করতেন। মহানবী (সা.) বলেন, ‘যদি আমাকে বকরির পায়া অথবা রান খাওয়ানোর জন্য নিমন্ত্রণ জানানো হয়, তাহলে আমি নিশ্চয়ই তা কবুল করব। আর যদি আমাকে পায়া অথবা রান উপহার দেওয়া হয়, তাহলে আমি নিশ্চয়ই তা সাদরে গ্রহণ করব।’ (বুখারি) সুগন্ধির উপহার ফিরিয়ে দেওয়া উচিত নয়। নবীজি (সা.) কখনো সুগন্ধির হাদিয়া ফেরত দেননি। হাদিসে এসেছে, আনাস (রা.) বলতেন, ‘নবী (সা.) কখনো সুগন্ধি ফেরত দিতেন না।’ (শামায়েলে তিরমিজি)

উপহার দেওয়ার পর তা ফিরিয়ে নেওয়া এবং উপহার দিয়ে খোঁটা দেওয়া অত্যন্ত গর্হিত কাজ। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘নিজের দান প্রত্যর্পণকারী ব্যক্তি সেই কুকুরের মতো, যে বমি করার পর তা পুনরায় খায়।’ (মুসলিম) মহান আল্লাহ এরশাদ করেন, ‘হে মুমিনগণ, খোঁটা দিয়ে ও কষ্ট দিয়ে নিজেদের দানকে সেই ব্যক্তির মতো নষ্ট করো না, যে নিজের সম্পদ ব্যয় করে মানুষকে দেখানোর জন্য এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে না।’ (সুরা বাকারা: ২৬৪)

মুফতি খালিদ কাসেমি, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ