চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় পড়েছে দুটি সিএনজিচালিত অটোরিকশা। গতকাল মঙ্গলবার দুপুরে পোমরা ইউনিয়নের চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বুড়ির দোকান এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে ওই পথচারী ও অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হন।
জানা গেছে, বুড়ির দোকান এলাকায় সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি। পেছন থেকে আসা একটি অটোরিকশা তাঁকে বাঁচাতে গিয়ে উল্টে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে ধাক্কা খায়। সেটিও উল্টে যায়। এতে ওই পথচারী ও অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাউজান উপজেলার পাইওনিয়ার হাসপাতালে ভর্তি করেন।