আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মিঠাপুকুরে নৌকা প্রতীক চেয়েছেন ২০১৬ সালের নির্বাচনে ৭২ ভোট পাওয়া বিদ্রোহী প্রার্থী আতিয়ার রহমান। তিনি মিলনপুর ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে এখন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আতিয়ার গতবারের ইউপি নির্বাচনে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভোট পেয়েছিলেন ৭২টি। তাঁর স্ত্রী ফেরদৌসি বেগমকেও চেয়ারম্যান প্রার্থী করা হয়েছিল। তিনি পেয়েছিলেন ৩৮ ভোট।
উপজেলা আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, আতিয়ার গত নির্বাচনে নৌকা প্রতীক চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। নৌকা নিয়ে নির্বাচন করেছিলেন মিলনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম চৌধুরী। তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আসন্ন নির্বাচনেও তিনি নৌকা প্রতীক চেয়ে আবেদন করেছেন।
এদিকে আতিয়ারকে কৃষক লীগের নবগঠিত ইউনিয়ন কমিটির সভাপতি করা হয়েছে। যার ফলে তিনি দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন।
আতিয়ার গতকাল শনিবার আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম কিন্তু তখন আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের কোনো কমিটিতে না থাকায় আমাকে মনোনয়ন দেওয়া হয়নি।’