গৌরনদীতে উপজেলা যুবদলের দুই নেতার ওপর স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে গৌরনদী নাহার সিনেমা হলের সামনে ও বার্থী এলাকায় হামলার ঘটনা দুটি ঘটে।
হামলার দুই ঘটনায় গৌরনদী উপজেলা যুবদলের সহসভাপতি ও রাকুদিয়া সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজের প্রভাষক মো. আলী শরীফ ও উপজেলা যুবদলের সদস্য শাওন হাওলাদার আহত হয়েছেন। শাওন হাওলাদারকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আলী শরীফ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
গৌরনদী উপজেলা যুবদলের সহসভাপতি মো. আলী শরীফ অভিযোগ করে বলেন, ‘আমি গৌরনদী নাহার সিনেমা হলের সামনে ছোট ভাই আবুল শরীফের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স হাবুল স্টোরে বসা ছিলাম। রাত ৯টার দিকে গৌরনদী পৌর ছাত্রলীগ নেতা মো. আতিক মিয়ার নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে রড দিয়ে পিটিয়ে আহত করে আমাকে।’
উপজেলা যুবদলের সদস্য শাওন হাওলাদার বলেন, ‘বার্থী বাজারে পৌঁছালে ছাত্রলীগ কর্মী লাদেন প্যাদার নেতৃত্বে ১৫-২০ জন ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা হামলা চালিয়ে জিআই পাইপ দিয়ে মাথায় আঘাত করে।’
আতিক মিয়া বলেন, ‘হামলার ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। শুনেছি জুনিয়র নেতা-কর্মীদের সঙ্গে হাতাহাতি হয়েছে।
অপর অভিযুক্ত লাদেন প্যাদাও মারধরের অভিযোগ অস্বীকার করেছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, হামলার ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।