হোম > ছাপা সংস্করণ

আওয়ামী লীগের ৫ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

গঙ্গাচড়া প্রতিনিধি

গঙ্গাচড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হওয়া পাঁচজনকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।

গতকাল শনিবার উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. জাহেদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কার হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক নুরে আলম সিদ্দিকী সাজু, সদস্য আল সুমন আব্দুল্লাহ ও জিল্লুর রহমান এবং উপদেষ্টা সদস্য মাহাবুবার রহমান তারা।

মোস্তাফিজুর গঙ্গাচড়া সদর, নুরে আলম আলমবিদিতর, আল সুমন গঙ্গাচড়া সদর, জিল্লুর মর্নেয়া ও মাহাবুবার গজঘণ্টা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বলেন, দলের সিদ্ধান্ত ও গঠনতন্ত্র মোতাবেক বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যা গত ৬ ডিসেম্বর বিকেল থেকে কার্যকর হয়েছে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন বলেন, ‘৬ ডিসেম্বর থেকে বহিষ্কৃত পাঁচজনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ বাতিল হয়েছে।’

এর আগে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় জাতীয় পার্টির (জাপা) দুই নেতাকে বহিষ্কার করা হয়। উপজেলা জাপার আহ্বায়ক কমিটির সদস্যসচিব আবুল কালাম আজাদ স্বাক্ষরিত গত বৃহস্পতিবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন মর্নেয়া ইউনিয়ন জাপা সভাপতি রেজাউল কবীর রঞ্জু এবং বড়বিল ইউনিয়ন জাপার সভাপতি মোখলেছুর রহমান বকশী। তাঁরা উভয়ে উপজেলা জাপার আহ্বায়ক কমিটির সদস্য। নির্বাচন কমিশন ঘোষিত চতুর্থ দফা ইউপি নির্বাচনের তফসিল মোতাবেক রেজাউল মর্নেয়ায় এবং মোখলেছুর বড়বিলে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ