রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার জানান, গত শুক্রবার নির্বাচন কার্যালয় থেকে প্রদত্ত এক চিঠিতে এই নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।
এর আগে বন মামলায় নিম্ন আদালতে সাজা প্রাপ্ত হওয়ায় গত বছর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিনকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। দীর্ঘদিন পদটি শূন্য থাকার গত ১১ নভেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে বরখাস্ত হওয়ার পর সাবেক ভাইস চেয়ারম্যান আপিল করলে তাঁকে পুনর্বহালের নির্দেশ দেন উচ্চ আদালত।