দিনাজপুরের বিরামপুরে জমি চাষ করার ট্রাক্টরের চাপায় মাহাবুর ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত এবং গাড়ির মালিক মামুনুর রশিদ (৩৪) গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ব্যক্তি পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের আবু সাঈদ মন্ডলের ছেলে।
গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জোতবানি ইউনিয়নের একইর বাজারের খারির ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার আয়ড়া বাজার থেকে ট্রাক্টর নিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে আয়ড়া রাস্তার একইর এলাকায় ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে খাড়িতে পড়ে যায়।