চট্টগ্রামের সাতকানিয়ায় ধান খেতে বিদ্যুতায়িত হয়ে এক বন্যা হাতির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোর ৪টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হজরত আজগর আলী শাহ মাজারের পশ্চিম পাশে মইত্তাতলী বিলের ধান খেতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য ফজল করিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বন্য প্রাণীর থেকে ধান খেত রক্ষা করার জন্য অনেকেই অবৈধভাবে খেতের চারপাশে খোলা তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। এতে বিদ্যুতায়িত হয়ে এক বন্যা হাতির মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও ফরেস্ট বিভাগের কর্মকর্তারা জানান, মৃত হাতির বয়স ৫০ বছরের অধিক হবে। হাতির শুঁড়ের নিচ অংশে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। মৃত হাতিটি মা হাতি ছিল।