হোম > ছাপা সংস্করণ

ভোটের আগের দিন প্রার্থীর মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ৫ম ধাপের ইউনিয়ন পরিষদতে (ইউপি) ভোটের আগের দিন সাধারণ সদস্য প্রার্থী মো. নজরুল ইসলাম সাকিদার (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল মঙ্গলবার হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। নিহত নজরুল ইসলাম উপজেলার ভোজেশ্বর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বৈদ্যুতিক পাখা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তবে প্রার্থী মারা গেলেও ওই ওয়ার্ডে ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন অফিস।

নিহতের স্বজন ও নড়িয়া থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে বুকের ব্যথা অনুভব করায় সদস্য প্রার্থী নজরুল ইসলামকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। পরে অবস্থার অবনতি হলে ওই রাতে তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। ভোর রাতে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেওয় হয়। পথে মাঝিরঘাট এলাকায় ফেরিতে তিনি মারা যান। গতকাল মঙ্গলবার জোহর নামাজ বাদ কলাবাগান জামে মসজিদ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আগামীকাল (আজ বুধবার) নির্বাচন। সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তাই প্রার্থী মারা গেলেও ওই ওয়ার্ডে ভোট হবে। ওই ওয়ার্ডে এখনো একাধিক প্রার্থী থাকায় নির্বাচন কোনো সমস্যা নেই।’

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উপজেলার সব ইউপিতে ভোট হবে। আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ