সারা দেশের মতো কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুরে কমিউনিটি পুলিশিং ডে–২০২১ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে।
কুষ্টিয়া: ‘মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা ও সম্প্রীতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে কুষ্টিয়া পুলিশ লাইনসে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খায়রুল আলম।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এসপি খায়রুল আলমের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক শাকিল মোহাম্মদ কাদেরী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জজ আদালতের অতিরিক্ত পিপি খন্দকার সামস তানিম মুক্তিসহ অনেকে।
ঝিনাইদহ: ‘মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং ডে–২০২১ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে গতকাল শনিবার সকালে সদর থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে সদর থানা চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান সমন্বয়ক অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) মুনতাসিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাধারণ সম্পাদক কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা।
বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশের সভাকক্ষে কেক কাটার মধ্যে দিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শেষে কর্মদক্ষতার ভিত্তিতে এলাকার আইনশৃঙ্খলা এবং অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় জেলার সেরা পুলিশের কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কুমারখালী: ‘মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার কুমারখালী থানা–পুলিশের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা হয়।
গতকাল সকালে শোভাযাত্রা শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম, শিলাইদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাউদ্দিন খান তারেক প্রমুখ।