রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ২০ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। পরে মাছটি ২৮ হাজার টাকায় বিক্রি হয়।
জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার দৌলতদিয়া বাহিরচর এলাকার পদ্মা নদীতে স্থানীয় জেলে কৃষ্ণ হালদারের জালে পাঙাশ মাছটি ধরা পড়ে। কৃষ্ণ হালদার বলেন, ভোরে সহযোগীদের নিয়ে ট্রলারে করে পদ্মায় মাছ শিকার করতে যাই। জাল তুলতেই বিশাল এই মাছটি পাই।
মৎস্য ব্যবসায়ী লাল চাঁদ খান ও মাসুদ মোল্লা জানান, সকাল ৯টার দিকে দৌলতদিয়ার সকু মোল্লার মাছের আড়ত থেকে উন্মুক্ত নিলামের পাঙাশটি প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকায় কেনেন। পরে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৮ হাজার টাকায় স্থানীয় এক ব্যবসায়ী মাছটি কিনে বাড়ি নিয়ে যান।
গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা রেজাউল শরিফ বলেন, নদীতে পানি বেশি থাকলে পাঙাশ, রুই, কাতলসহ দেশি বড় প্রজাতির মাছ আরও ধরা পড়বে।