ইস্পাতদৃঢ় ব্যক্তিত্ব তাঁর। ভেঙে পড়া বলতে তাঁর অভিধানে কখনো কিছু ছিল না। সেই হোসে মরিনহোকে ইদানীং আবেগতাড়িত হতে দেখা যাচ্ছে। পরশু রাতে তো তাঁকে আনন্দাশ্রুতে ভাসতেও দেখা গেল। এই কান্না যেন অনেক প্রশ্নের জবাব। চারপাশে যখন মরিনহোর ফুরিয়ে যাওয়ার রব, তখনই পঞ্চম ইউরোপীয় শিরোপা জিতে বাজিমাত করলেন ‘দ্য স্পেশাল ওয়ান’। উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের প্রথম আসরে মরিনহোর হাত ধরেই চ্যাম্পিয়ন হলো এএস রোমা। ফাইনালে ফেয়েনুর্দকে ১-০ গোলে হারিয়েছে রোমা।