হোম > ছাপা সংস্করণ

নকলের অভিযোগে ম্লান এনটিআর-জাহ্নবীর রোমান্স

২০২১ সালের মাঝামাঝি সময়ে একটি সিংহলি ভাষার গান নিয়ে খুব মাতামাতি হয়। ‘মানিকে মাগে হিথে’ শিরোনামের গানটির জনপ্রিয়তা শ্রীলঙ্কা থেকে বলিউড, বলিউড থেকে বাংলাদেশেও আছড়ে পড়ে। শুধু সাধারণ শ্রোতা নন, বিভিন্ন ইন্ডাস্ট্রির তারকারাও গানটির প্রশংসায় সরব হন। মাগিকে মাগে হিথে গেয়েছিলেন ইয়োহানি দিলোকা ডি সিলভা, যাকে বলা হয় শ্রীলঙ্কার র‍্যাপ প্রিন্সেস। পরবর্তী সময়ে ‘থ্যাংক গড’ সিনেমায় ব্যবহার করা হয় গানটির হিন্দি ভার্সন। তেলুগু সুপারস্টার এনটিআর জুনিয়র ও জাহ্নবী কাপুরের সিনেমার খবর দিতে গিয়ে মানিকে মাগে হিথের প্রসঙ্গ টানার একটা কারণ আছে। তার আগে ‘দেভারা: পার্ট ১’ নিয়ে দু-একটা কথা বলা যাক।

দক্ষিণি তারকা জুনিয়র এনটিআরের অভিনয় ভীষণ পছন্দ করেন জাহ্নবী কাপুর। স্বপ্ন ছিল তাঁর সঙ্গে সিনেমায় কাজ করার। জুনিয়র এনটিআরকে ফোন করে সেই ইচ্ছার কথাও জানিছেয়েন জাহ্নবী। অবশেষে সেই সুযোগ পেয়েছেন তিনি। দক্ষিণি নির্মাতা করতালা শিবের নতুন সিনেমায় অভিনয় করেছেন জাহ্নবী। আর তাতে তাঁর নায়ক জুনিয়র এনটিআর। সিনেমার নাম দেভারা: পার্ট ১।

এ সিনেমার নতুন গান ‘ধীরে ধীরে’ প্রকাশ পেয়েছে কয়েক দিন আগে। গানটিতে জুনিয়র এনটিআর ও জাহ্নবীর রোমান্স প্রশংসা পেয়েছে দর্শকদের। গানের দৃশ্যায়ন ও গ্রাফিকসের ব্যবহারও মন কেড়েছে। তবে একটি বিষয় সবকিছু ফিকে করে দিয়েছে। অনিরুদ্ধ রবিচন্দরের সংগীত ও শিল্পা রাওয়ের গাওয়া গানটির বিরুদ্ধে আনা হয়েছে নকলের অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলাবলি করছেন, ইয়োহানির গাওয়া মানিকে মাগে হিথের সুর চুরি করে বানানো হয়েছে দেবারার গানটি।

বিষয়টি নিয়ে কথা বলেছেন মানিকে মাগে হিথের সুরকার চমাথ সংগীত। তিনি জানিয়েছেন ভিন্ন কথা। বলেছেন, সুরকার অনিরুদ্ধ রবিচন্দরের কাজ ভীষণ পছন্দ করেন তিনি। এ গানটির সঙ্গে যে তাঁর গানের মিল আছে, তা নিয়ে কোনো অভিযোগ নেই। উল্টো তিনি কৃতজ্ঞ যে তাঁর কাজ অনিরুদ্ধর মতো জনপ্রিয় সুরকারকে অনুপ্রাণিত করেছে। অন্যদিকে, দেভারা সিনেমার প্রযোজক নাগা ভামসি নকলের অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটা কিছু মানুষের রটনা ছাড়া কিছুই নয়!

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ