মেহেন্দীগঞ্জ পাকিস্তানি হানাদার মুক্ত দিবস উপলক্ষে গতকাল রোববার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৪ আসনের সাংসদ পংকজ নাথ।
মেহেন্দীগঞ্জ মুক্তিযোদ্ধা উদ্যান থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে সাংসদ পংকজ মেহেন্দিগঞ্জের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সংবর্ধনা দেন। উৎসবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরদার মাহেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম ভুলু, সুভাষ চন্দ্র সরকার প্রমুখ।