সিরাজগঞ্জের তাড়াশে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে ভাতার টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে উপজেলার ২ নম্বর বারুহাস ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. ইলিয়াস আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণায়ের স্থানীয় সরকার বিভাগ ইউনিয়ন পরিষদ শাখা-১ এর উপসচিব মো. আবু জাফর রিপনের ২৬ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ের করা সাময়িক বরখাস্তের চিঠি পেয়েছি। অভিযুক্ত ইউপি সদস্য ইলিয়াস আলীকে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে।’ জানা যায়, উপজেলার বিনসাড়া গ্রামের ফুলকুমারী বয়স্ক ভাতাভোগী হিসেবে তালিকাভুক্ত হন। এক বছর তিনি মারা যান। এরপর ইলিয়াস আলী তাঁর নিজ মোবাইল নম্বরে দিয়ে কৌশলে তাঁর এক বছরের ভাতার টাকা তুলে আত্মসাৎ করেন।
মৃত ফুলকুমারীর ছেলে চিনি বাদ্যকর ইউএনও ও ইউপি চেয়ারম্যানকে প্রতিকার চেয়ে আবেদন করেন। এ নিয়ে ১৩ জুলাই ইউএনও তিন সদস্যর তদন্ত টিম গঠন করেন। তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করলে, কেন তাঁকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে জবাব দিতে বলা হয়েছে।
অভিযুক্ত ইউপি সদস্য বলেন, ‘কারণ দর্শানো নোটিশ পেয়েছি। আইনি প্রক্রিয়ায় এর জবাব দেওয়া হবে।’