হোম > ছাপা সংস্করণ

৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শৈলকুপার ৩ সাংবাদিকসহ ৪ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গত ১৫ নভেম্বর বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালত খুলনায় অভিযোগটি করা হলে ঝিনাইদহ পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেন। গত শুক্রবার বিষয়টি সাংবাদিকেরা জানতে পারেন।

আদালত সূত্রে জানা গেছে, অভিযোগকারী ও নারী নিজে বাদী হয়ে খুলনার বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেন। আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ঝিনাইদহ পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন, ভোরের কাগজের শৈলকুপা প্রতিনিধি মনিরুজ্জামান সুমন, দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি শামিমুল ইসলাম শামিম, দৈনিক আজকালের খবর পত্রিকার শৈলকুপা প্রতিনিধি এইচ এম ইমরান ও ওই নারীর প্রথম স্বামী।

মামলার এজাহার থেকে জানা গেছে, গত ৪ নভেম্বর সন্ধ্যার দিকে ১ নম্বর আসামি মনিরুজ্জামান সুমন তাঁর ফেসবুক ওয়ালে বাদীর ও এক যুবকের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি পোস্ট করেন। এরপর ২ নম্বর আসামি শামিমুল ইসলাম শামিম ও ৩ নম্বর আসামি এইচএম ইমরানের ব্যক্তিগত আইডি থেকে দ্রুত তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। ফেসবুকে এই ছবি ও নিউজ ছড়িয়ে পড়ার পর বাদীর প্রতি ঘৃণা ছড়াতে থাকে।

বিষয়টি নিয়ে বাদীর আইনজীবী স্বপন কুমার ঘোষ জানান, বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালত খুলনায় ৩ সাংবাদিকসহ ৪ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। যাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাঁরা সবাই মামলার কথা স্বীকার করেছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ