উজিরপুরে হারতা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হারতা ইউনিয়ন কমিটির সদস্য বিজন মন্ডলের ওপর হামলার প্রতিবাদে উজিরপুর ওয়ার্কার্স পার্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি উজিরপুর উপজেলা কমিটির উদ্যোগে গতকাল বেলা ১১টায় বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে উত্তর উপজেলা পার্টির সভাপতি কমরেড ফায়জুল হক বালী ফারাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শেখ মো. টিপু সুলতান,সহ অন্যরা।