চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সহসভাপতি ও নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। গতকাল শনিবার দুপুরে গরীবুল্লাহ শাহ (র.) মাজার সংলগ্ন জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনসহ অন্যান্য নেতারা।
শাহাদাত হোসেন বলেন, মরহুম মোহাম্মদ আলী ছিলেন নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক। তিনি দলের একজন দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তিনি কখনোই নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি।
সেখানে দোয়া পরিচালনা করেন মহানগর ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হান্নান জিলানী। পরে মাজার সংলগ্ন কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।