নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে আন্তঃপ্রজন্ম সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিলেট নগরীর জেলরোডে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে এফআইভিডিবি এবং মহিলা বিষয়ক অধিদপ্তর সংলাপের আয়োজন করে।
সংলাপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহীন আক্তার, অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঁইয়া, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহমিনা ইসলাম, ট্রেনিং কো-অর্ডিনেটর সিইএমবি প্রজেক্ট জায়েদ আহমদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রোগ্রাম অফিসার তপতী রাণী সরকার।