হোম > ছাপা সংস্করণ

ইসলামপুরে ধসে যাওয়া বাঁধ পরিদর্শন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে ধসে যাওয়া বাঁধ পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ও সংরক্ষিত আসনের সাংসদ হোসনে আরা। গতকাল সোমবার বিকেলে উপজেলার কুলকান্দী যমুনার হার্ড পয়েন্ট এলাকার বাঁধটি পরিদর্শন করেন তাঁরা।

বাঁধ পরিদর্শন শেষে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। প্রধান বক্তা ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘যতই আমরা প্রকল্প করি না কেন, বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না।’

বিশেষ অতিথির বক্তব্যে সাংসদ হোসনে আরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদীভাঙন প্রতিরোধে প্রতি বছর বাঁধ নির্মাণে কোটি কোটি টাকা বরাদ্দ দেন। কিন্তু সুযোগসন্ধানী এক শ্রেণির লোক তা লুটপাট করেন।

জানা গেছে, গত সপ্তাহে কুলকান্দী হার্ড পয়েন্ট থেকে গুঠাইল হার্ড পয়েন্টের মাঝামাঝি পুরোনো পাইলিংঘাট এলাকায় বাঁধে ধস দেখা দেয়। ইতিমধ্যে বাঁধের অন্তত ৯০ মিটার অংশ যমুনার গর্ভে ধসে গেছে। বাঁধের সিসি ব্লক ধসে পড়ছে। এতে হুমকির মুখে পড়েছে কুলকান্দী বাজার, একাধিক প্রতিষ্ঠান, বসতবাড়ি, ফসলি জমিসহ বহু স্থাপনা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ