হোম > ছাপা সংস্করণ

লংগদুতে মাঝরাতে পুড়ল দুই দোকান

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির লংগদুতে মাঝরাতে আগুনে পুড়ে ছাই হয়েছে দুটি দোকান। গত মঙ্গলবার দিনগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার বগাচত্বর ইউনিয়নের পূর্ব রাঙ্গীপাড়া গ্রামের এই অগ্নিকাণ্ড ঘটেছে। এতে সুভাষ চাকমার মুদি দোকান ও পিপা চাকমার কাপড়ের দোকান দুটি ছাই হয়ে যায়।

আগুন লাগার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা চেষ্টা করেও দোকানের কোনো মালামাল উদ্ধার করতে পারেনি। আগুন লাগার ঘটনা সম্পর্কে কেউ কিছু জানাতে পারেনি। এতে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ব্যবসায়িদের দাবি।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক সুভাষ চাকমা বলেন, ‘আমরা সন্ধ্যা সাতটার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। পরে রাত সাড়ে বারোটার দিকে জানতে পারি দোকানে আগুন লেগেছে। এসে চোখের সামনেই দোকান জ্বলতে দেখা ছাড়া কিছুই করতে পারিনি।’

সুভাষ চাকমা জানান, দোকানে ৫০০ ওয়াটের সোলার প্যানেল, ব্যাটারি, ফ্রিজ, টেলিভিশনসহ সব মালামাল পুড়ে গেছে। এ ছাড়া দোকানের পেছনে ৫০ মন ধান মজুত ছিল, যার কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।

এ দিকে পাশের পিপা চাকমার কাপড়ের দোকানের কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। ওই দোকানেও রেডিমেড কাপড়, সেলাই মেশিন, জুতা ও আসবাবপত্র সব পুড়ে ছাই হয়েছে।

অগ্নিকাণ্ডর বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, গতকাল সকালে শুনেছেন পূর্ব রাঙ্গীপাড়া এলাকার দুটি দোকান পুড়ে গেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ