হবিগঞ্জের বাজারে সবজির দাম প্রতিদিনই বাড়ছে। ক্রেতাদের অভিযোগ, একমাত্র কচুর মুখী ছাড়া সব ধরনের সবজি সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তবে খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি দাম বেড়ে যাওয়ায় তাঁরা দাম বাড়াতে বাধ্য হয়েছেন।
হবিগঞ্জ শহরের সবচেয়ে বড় সবজি বাজার চৌধুরী বাজার ঘুরে দেখা গেছে, টমেটো ও গাজর প্রকারভেদে ১০০ থেকে ১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৯০ থেকে ৮০ টাকায়। চিচিঙ্গা, বেগুন, পটল, ঢ্যাঁড়স, করলা, কাঁচা পেঁপে, ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।
বরবটি ৬০ টাকা, ধুন্দল ৪০ টাকা, লাউ এবং কুমড়া প্রতিটি ৪৫ থেকে ৫০ টাকা, ধনিয়া পাতা ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
আগের দামে বিক্রি হচ্ছে শুধুমাত্র কচুরমুখী, ২৫ টাকা কেজি। বড় আলু ২০ টাকা ও দেশি আলু ২৫ টাকা কেজি, লেবু ১৫ টাকা হালি।
ক্রেতাদের অভিযোগ, গত এক সপ্তাহে সাধারণের সবজিগুলোর দাম কেজিতে বেড়েছে ১৫ থেকে ২৫ টাকা পর্যন্ত।
চৌধুরী বাজারে সবজি কিনতে এসেছেন এনজিও কর্মী সীমান্ত বড়ুয়া। তিনি বলেন, ‘প্রতিটি সবজির দামই বেড়েছে। ৫০০ টাকা নিয়ে বাজারে এলে ৫ কেজি সবজিও কেনা যায় না।’