হোম > ছাপা সংস্করণ

মামলার ৯ দিনেও গ্রেপ্তার হননি পরিতোষ

নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় এক মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলার ৯ দিনেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

পৌরশহরের সাহা মেডিকেল হলে গত ৩০ নভেম্বর বিকেলে উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার (অব.) পরিতোষ সাহার বিরুদ্ধে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। পরে ওই ছাত্রী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ভিকটিমের মা বলেন, জীবিকার তাগিদে আমি ঢাকা শহরে কাজ করি। মোবাইল ফোনে ঘটনা শুনে বাড়িতে আসি। বর্তমানে আমার মেয়ে খুবই অসুস্থ। ঘটনার পর থেকে সে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছে। গত ৬ ডিসেম্বর বাড়িতে পুলিশ এসে বলে গেছে মামলা এখনো থানায় আছে। ৩-৪ দিনের মধ্যে কোনো সিদ্ধান্ত না হলে মামলা কোর্টে উঠবে। আমি ন্যায্য বিচার চাই। কিন্তু আজ ৯ দিন হয়ে গেল আমি কারও কাছে ন্যায্য বিচার পাইতেছি না। পুলিশ আসামি ধরতেছে না।

মাদরাসার সুপার বলেন, আমি ব্যক্তিগতভাবে ওসি সাহেবের সঙ্গে দেখা করেছি। আসামিকে গ্রেপ্তারের বিষয়ে তিনি অনেক কিছুই বলেছেন। কিন্তু বাস্তবে আমরা তার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, আসামি পরিতোষ সাহাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য জোর পুলিশি অভিযান চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটির বিষয়ে আমাদের নজর রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ