শেরপুরের নকলায় এক মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলার ৯ দিনেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
পৌরশহরের সাহা মেডিকেল হলে গত ৩০ নভেম্বর বিকেলে উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার (অব.) পরিতোষ সাহার বিরুদ্ধে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। পরে ওই ছাত্রী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ভিকটিমের মা বলেন, জীবিকার তাগিদে আমি ঢাকা শহরে কাজ করি। মোবাইল ফোনে ঘটনা শুনে বাড়িতে আসি। বর্তমানে আমার মেয়ে খুবই অসুস্থ। ঘটনার পর থেকে সে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছে। গত ৬ ডিসেম্বর বাড়িতে পুলিশ এসে বলে গেছে মামলা এখনো থানায় আছে। ৩-৪ দিনের মধ্যে কোনো সিদ্ধান্ত না হলে মামলা কোর্টে উঠবে। আমি ন্যায্য বিচার চাই। কিন্তু আজ ৯ দিন হয়ে গেল আমি কারও কাছে ন্যায্য বিচার পাইতেছি না। পুলিশ আসামি ধরতেছে না।
মাদরাসার সুপার বলেন, আমি ব্যক্তিগতভাবে ওসি সাহেবের সঙ্গে দেখা করেছি। আসামিকে গ্রেপ্তারের বিষয়ে তিনি অনেক কিছুই বলেছেন। কিন্তু বাস্তবে আমরা তার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, আসামি পরিতোষ সাহাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য জোর পুলিশি অভিযান চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটির বিষয়ে আমাদের নজর রয়েছে।