হোম > ছাপা সংস্করণ

ডেঙ্গু আক্রান্তের প্রায় ৮৯ শতাংশই রাজধানীতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনার সঙ্গে আরেক আতঙ্কের নাম ডেঙ্গু। তবে ডেঙ্গু রোগীদের প্রায় ৮৯ শতাংশই রাজধানী ঢাকায়। সবচেয়ে কম রোগী রয়েছে রংপুরে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি ও কন্ট্রোল রুমের পাঠানো প্রতিবেদন বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট রোগী ভর্তি হয়েছে ১৬ হাজার ২২২ জন। এদের মধ্যে রাজধানী ঢাকায় আক্রান্ত হয় ১৪ হাজার ৩৪৫ জন, যা মোট আক্রান্তের ৮৮ দশমিক ৪৩ শতাংশ। দেশের আটটি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ৯৪৯ জন রোগী ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগে ২৬৭ জন, খুলনায় ২১০ জন, ময়মনসিংহে ১১৩ জন, সিলেটে ৩৫ জন, রাজশাহীতে ২ জন এবং রংপুর বিভাগে মাত্র ১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এ বছর।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত সোমবার সকাল আটটা থেকে গতকাল মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছে ২৪৬ জন। এদের মধ্যে ঢাকায় ২১১ জন এবং বাইরে ৩৫ জন। আগের দিন ভর্তি হয়েছিল ডেঙ্গু আক্রান্ত ২৭৫ জন। এদের মধ্যে রাজধানীতে ২১১ জন এবং বাইরে ৬৪ জন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে গতকাল ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৬ হাজার ২২২ জন ডেঙ্গু রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৫ হাজার ১৩২ জন। এ সময়ে মারা গেছে ডেঙ্গু আক্রান্ত ৫৯ জন। গতকাল সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি ছিল ১ হাজার ৩১ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি আছে ৮৩৬ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসের ২১ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট রোগী ভর্তি হয়েছে ৫ হাজার ৮৬৬ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। এর আগে ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করে। ওই বছর এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। মারা যায় ১৪৮ জন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ