চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সড়কে ৩৪২ কেজি আপেল কুড়িয়ে পাওয়া গেছে। পরে সেগুলো এতিমখানা ও আশ্রমে দেওয়া হয়।
গতকাল শনিবার দুপুরে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেনফলগুলো বিতরণ করেন।
জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মিরসরাই থানা-পুলিশের সদস্যরা টহল দেওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী সড়কের পাশে ৩১ কার্টন আপেল দেখতে পান। তাঁরা সেগুলোকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
মিরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে, কেউ আপেলের কার্টনের করে অবৈধ মালামাল নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে পুলিশের গাড়ি দেখে তাঁরা হয়তো দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যান।’
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান বলেন, ‘কুড়িয়ে পাওয়া ৩১ কার্টন আপেল প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় তেমুহানি মোহাম্মাদিয়া আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, মসজিদিয়া ইউনূছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদ্রাসা ও এতিমখানা ও গোভনিয়া এলাকার রাঁধা মাধব জিয়ো আশ্রমে আপেলগুলো বিতরণ করা হয়। এ ৩১ কার্টন আপেলগুলোর মধ্যে আনুমানিক ৩৪২ কেজি আপেল ছিল।’