হোম > ছাপা সংস্করণ

প্রথম গানেই সাড়া পাচ্ছেন ইমরান-সাবিলা

প্রথমবারের মতো গানের ভিডিওতে মডেল হয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। ইমরানের গাওয়া ‘তোমারই আছি’ শিরোনামের গানের ভিডিওতে মডেল হয়েছেন তিনি। ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। গান লিখেছেন কবির বকুল, সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। ইমরানের সঙ্গে গেয়েছেন লাবিবা।

২৩ এপ্রিল সন্ধ্যায় তোমারই আছি গানটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে। প্রকাশের পর থেকেই দারুণ সাড়া পাচ্ছেন বলে জানালেন ইমরান, লাবিবা ও সাবিলা নূর। ইমরান বলেন, ‘সাবিলা নূরের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। তাঁর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। সাবিলা খুব ভালো একজন কো-আর্টিস্ট। মানুষ হিসেবেও চমৎকার। গানটি রোমান্টিক ধাঁচের। প্রকাশের পর থেকেই ভালো সাড়া পাচ্ছি। সব মিলিয়ে আমরা পুরো টিম গানটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত।’

গানের ভিডিওতে মডেল হওয়া প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘যাঁরা আমার অভিনয়ের ভক্ত, তাঁদের নিশ্চয়ই ভালো লাগছে। কারণ, অনেক দিন ধরেই অসংখ্য ভক্তের অনুরোধ পেয়েছি, গানের মিউজিক ভিডিওতে মডেল হওয়ার ব্যাপারে। এবার সেই ভক্তদের প্রত্যাশা পূরণ হলো। আর ইমরানের গানে একটা আলাদা মায়া আছে, যা শ্রোতা-দর্শক পছন্দ করেন। গানটি প্রকাশের পর প্রাথমিক রেসপন্স খুব ভালো। আশা করছি দিন যত যাবে, গানটির জনপ্রিয়তা তত বাড়বে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ