ঈদের পরপরই নতুন গান নিয়ে হাজির হয়েছেন সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। গানের নাম ‘শাকালাকা মন’। আরজিনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন নাভেদ পারভেজ। নিজের গানের ভিডিওতে কর্ণিয়া নিজেই পারফর্ম করেন। নাচের মুদ্রায় তালও মেলান। ‘শাকালাকা মন’ গানের ভিডিওতেও পারফর্মও করেছেন তিনি। কেমন সাড়া মিলছে? কর্ণিয়া বলেন, ‘এরই মধ্যে ১ লাখের বেশিবার ইউটিউবে গানটি দেখেছেন দর্শক।’
কর্ণিয়া জানান, তাঁর বেশ কিছু গান তৈরি হয়ে আছে। নিজের ইউটিউব চ্যানেলে গানগুলো নিয়মিত প্রকাশ করবেন। শিগগিরই প্রকাশ পাবে ‘তোমাকে যে চাই’ শিরোনামের একটি গান। কর্ণিয়া বলেন, ‘বাঁধন ফিচারিং আমার এ গানটি বেশ ভিন্ন ধাঁচের। আশা করছি, গানটি প্রকাশ হলে ভালো লাগবে সবার।’ গত বছর প্রকাশ পাওয়া কর্ণিয়ার ‘ইচ্ছে হলো’ গানটি বেশ সাড়া ফেলেছে। শেখ সাদীর সঙ্গে ডুয়েট গানটি এরই মধ্যে ১৮ লাখ ভিউ হয়েছে ইউটিউবে।
নতুন গান আর স্টেজ শো ছাড়াও আরেকটি বিষয় নিয়ে ব্যস্ততা যাচ্ছে কর্ণিয়ার। ২০২০ সালের ২৭ জুলাই বিয়ে করেন কর্ণিয়া। স্বামী নাবিল সালাউদ্দীনও সংগীতের মানুষ। করোনার কারণে তখন অনুষ্ঠান করতে পারেননি। কাছের মানুষদের জানিয়েছিলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটা করে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন। বিয়ের প্রায় দুই বছর পর সেই আয়োজন করতে যাচ্ছেন কর্ণিয়া। শুক্রবার হবে তাঁর বিয়ের রিসিপশন। এরই মধ্যে আত্মীয়স্বজন ও মিডিয়ার ঘনিষ্ঠজনদের আমন্ত্রণ জানিয়েছেন গায়িকা। এ আয়োজন নিয়েই এখন যত ব্যস্ততা কর্ণিয়ার।