পারফরম্যান্সের ওঠা-নামার সঙ্গে জড়িত ফুটবলারদের বাজার দরও। যখন যাঁর পারফরম্যান্স ভালো, তাঁর বাজার দরও থাকে আকাশচুম্বী। তবে বাজার দরের সঙ্গে পারফরম্যান্সের পাশাপাশি খেলোয়াড়দের বয়স, ধারাবাহিকতা ও চোটের প্রবণতাও দর নির্ধারণে ভূমিকা রাখে। এক হিসাবে দেখা গেছে, বাজার দরে গত এক দশকে দাপট দেখিয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপ্পে। দশকের শুরুর দিকে মেসি, রোনালদো এগিয়ে থাকলেও গত চার বছরে কাউকে সুযোগ দেননি কিলিয়ান এমবাপ্পে। বাজার দরে গত চার বছর টানা শীর্ষে ছিলেন এমবাপ্পে।
প্রতিবছর দামে শীর্ষে যাঁরা
(মিলিয়ন পাউন্ড)