জন্ম ও মৃত্যু সনদ বিতরণের বিশেষ অবদান রাখায় যশোর জেলার আটটি উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মনিরামপুর।
গত সেপ্টেম্বর মাসের এই কার্যক্রম পর্যালোচনায় মনিরামপুর উপজেলা ও এখানকার চারটি ইউনিয়ন পরিষদকে শ্রেষ্ঠ ঘোষণা করা জেলা প্রশাসন।
গতকাল বুধবার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত এক সভায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
ইউনিয়নগুলো হলো মনিরামপুরের হরিদাসকাটি, রোহিতা, নেহালপুর ও ঢাকুরিয়া।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
প্রধান অতিথির হাত থেকে ক্রেস্ট ও সনদ নিয়েছেন মনিরামপুরের হরিদাসকাটি ইউপির চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাড়ে ও সচিব নাজমা খাতুন, রোহিতা ইউপির চেয়ারম্যান আবু আনছার সরদার ও সচিব কৃষ্ণগোপাল মুখার্জি, নেহালপুর ইউপি চেয়ারম্যান নজমুস সাদাত ও সচিব অলক কুমার অধিকারী এবং ঢাকুরিয়া ইউপির চেয়ারম্যান এরশাদ আলী ও সচিব মিজানুর রহমান।
একই সঙ্গে জেলার শ্রেষ্ঠ গ্রামপুলিশ হিসেবে সম্মাননা পেয়েছেন উপজেলার রোহিতা ইউপির আলম হোসেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন মোহাম্মদ শওকতসহ জেলার অন্য উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরস্কারপ্রাপ্ত ইউপি সচিব কৃষ্ণগোপাল মুখার্জি বলেন, ‘সেপ্টেম্বরের পাশাপাশি আগস্ট মাসের জন্ম ও মৃত্যু সনদ দেওয়ার ক্ষেত্রে রোহিতা ইউনিয়ন শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে।’