আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন চট্টগ্রামের আনোয়ারার পরৈকোড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদ চৌধুরী আশরাফ। গতকাল শনিবার সকালে জেলা নির্বাচনী কার্যালয়ে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে জানা গেছে।
১২ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা (পরৈকোড়া) রমজান আলী প্রার্থিতা যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপির দায়ে মামুনুর রশিদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। এর বিরুদ্ধে আপিল করেন ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফ।
এ বিষয়ে জেলা নির্বাচনী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, গতকাল বেলা ১১টায় আনোয়ারার পরৈকোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশিদ চৌধুরী আশরাফের আপিল আবেদনের বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।