চুনারুঘাটে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলা দিয়ে অন্যদের ফাঁসাতে গিয়ে বাদী নিজেই এখন কারাগারে। গতকাল মঙ্গলবার দুপুরে মামলার বাদীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে চুনারুঘাট থানা-পুলিশ।
পুলিশ জানায়, প্রতিপক্ষকে ফাঁসাতে ধর্ষণচেষ্টায় অভিযোগ এনে উপজেলার আব্দুল গফুর ও সৈয়দ সেলিম শাহ নামে দুই ব্যক্তিকে আসামি করে এক নারী মামলা করেন। ২০১৯ সালের ২৮ মার্চ এ মামলা করা হয়। আদালত মামলাটি চুনারুঘাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্তের আদেশ দেন। মামলার তদন্তে ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি মর্মে প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।
পরবর্তীতে মামলার আসামিরা ঘটনার চ্যালেঞ্জ করে আছিয়া খাতুনের বিরুদ্ধে ১৭ ধারায় মামলা করেন। এ মামলাটিও তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন বিচারক। ২০২১ সালের ২৯ জুন আদালতে এ মামলার প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।
পরে আদালত আছিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে বাদী পালিয়ে যান। সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ আছিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।