হোম > ছাপা সংস্করণ

এসএমস পেয়েও টিকা নেননি ৭০ হাজার মানুষ

ফেনী প্রতিনিধি

টিকাদানে সারা দেশে ফেনীর অবস্থান ষষ্ঠ। কিন্তু করোনাভাইরাসের টিকা নেওয়ার এসএমএস পেয়েও টিকা গ্রহণ করেনি ৭০ হাজার নারী-পুরুষ। তবে স্বাস্থ্য বিভাগের দাবি, জেলায় লক্ষ্যমাত্রার ৯০ শতাংশ টিকা দেওয়া হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় গত ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৮ লাখ ৩৫ হাজার ২৪৩ জন ব্যক্তি করোনাভাইরাসের টিকা নিতে নিবন্ধন করেছেন। ওই দিন পর্যন্ত টিকা নিয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৮৩২ জন। আর বুস্টার ডোজ পেয়েছেন ২৩ হাজার ৩৬ জন।

শিক্ষার্থীদের মধ্যে এ পর্যন্ত ১২ থেকে ১৮ বছর বয়সী ১ লাখ ৯০ হাজার নিবন্ধন করে ১ লাখ ৭৯ হাজার ৯৪১ জন টিকা গ্রহণ করেছে। ৬৪ হাজার ৩১০ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ পেয়েছেন ১৭ লাখ ২০ হাজার ১৭৩ জন।

ফেনীর সিভিল সার্জন ডা. রফিক-উস ছালেহীন বলেন, ‘ফেনীর মোট জনসংখ্যার ৭০ শতাংশ টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা ইতিমধ্যে ৬০ শতাংশ টিকাদান সম্পন্ন করেছি। ভাসমান, বস্তি, বেদে সম্প্রদায়, হিজড়া ও প্রতিবন্ধীদেরও টিকার আওতায় আনা হয়েছে।’

সিভিল সার্জন আরও বলেন, এ পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেছেন, সবাইকে টিকাদানের এসএমএস (খুদে বার্তা) পাঠানো হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার ব্যক্তি এসএমএস পেয়েও টিকা নেননি। তিনি সবাইকে টিকা গ্রহণের অনুরোধ জানান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ