জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন জলাশয়ে আটটি সুন্ধি কচ্ছপ অবমুক্ত করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় কচ্ছপগুলো অবমুক্ত করা হয়। জাবির পরিবেশ বিষয়ক সংগঠন ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের সহযোগিতায় এ কাজ সম্পন্ন হয়। এর আগে সাভারের নামাবাজার এলাকা থেকে কচ্ছপগুলো উদ্ধার করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সাভারের নামাবাজারে স্থানীয় লোকজন সুন্ধি কচ্ছপ কেটে বিক্রি করছে। পরে আমরা এসে তাঁদের আটক করি এবং জীবিত কচ্ছপ উদ্ধার করি। পরে তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি।’
নার্গিস সুলতানা বলেন, ‘আইন প্রয়োগ করার মধ্যে না, বরং মানুষকে সচেতন করার মধ্যে দিয়ে বিপন্ন এসব প্রাণীকে রক্ষা করতে চাই। আমরা চাই সবাই এসব প্রাণী রক্ষা করুক।’
উল্লেখ্য, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী, কচ্ছপের এই প্রজাতিটি সংরক্ষিত।