কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে ২টি পৃথক ডাকাতির মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত বিভিন্ন সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মনির ওরফে ছোট মনির, আনোয়ার হোসেন ফকু, মীর্জন খালাসী, রুহল আমিন, মজিবুর ওরফে টিক্কা, রাকিব, আজিজ, বেলায়েত ও মুন্না।
গতকাল সকালে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবীর এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।