মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহকের সঙ্গে প্রতারণা নতুন ঘটনা নয়। ভুলিয়ে ভালিয়ে গ্রাহকের ব্যক্তিগত তথ্য নিয়ে টাকা হাতিয়ে নেয় একশ্রেণির প্রতারক। এবার এই প্রতারকদের সঙ্গে বিকাশ কর্মকর্তাদের যোগসাজশের অভিযোগ উঠে এসেছে। সাড়ে চার লাখ টাকার প্রতারণার ঘটনায় এক বিকাশ কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গত মঙ্গলবার গাজীপুর থেকে তানভীর সিরাজী ওরফে সিজার নামের (৩৮) বিকাশের ওই টেরিটরি ম্যানেজারকে গ্রেপ্তার করেছে সিআইডি। সিআইডি কর্মকর্তারা বলছেন, বিকাশের সাবেক এই কর্মকর্তা টাকার বিনিময়ে বিকাশের এজেন্টদের তালিকা সরবরাহ করতেন প্রতারকদের কাছে। আর প্রতিটি তালিকার জন্য তিনি পেতেন ১৫-১২ হাজার টাকা।
গতকাল বুধবার রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের বিশেষ পুলিশ সুপার সাইদুর রহমান খান। তিনি বলেন, গত মার্চে টাঙ্গাইলের সখীপুর বিকাশ এজেন্টের সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নেওয়ার একটি ঘটনায় সখীপুর থানায় মামলা হয়। মামলা করেন সখীপুর থানার তক্তারচালা বাজারের মোবাইল ব্যাংকিং বিকাশ ব্যবসায়ী রাসেল। বিকাশ এজেন্ট নম্বরে প্রতারকেরা ফোন দিয়ে নিজেদের বিকাশ কর্মকর্তা পরিচয়ে দিয়ে বিভিন্ন প্রলোভনে ওটিপি ও পিন কোড নম্বর নিয়ে মোট ৪ লাখ ৪৮ হাজার টাকা হাতিয়ে নেয়।
ওই মামলাটির তদন্তে সিআইডি প্রতারক চক্রের ছয় আসামিকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে প্রতারণার কাজে বিকাশের টেরিটরি ম্যানেজার তানভীর জড়িত আছেন বলে স্বীকার করে।
সাইদুর রহমান খান বলেন, তানভীর সিরাজী ওরফে সিজার ২০১২ সাল থেকে বিকাশের টেরিটরি ম্যানেজার হিসেবে কাজ করেন। তিনি ঢাকা, গাজীপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জে দীর্ঘ বছর কর্মরত ছিলেন। সে সময়ে বিকাশ প্রতারকদের টাকার বিনিময়ে বিকাশ এজেন্ট নম্বরসংবলিত শিট সরবরাহ করতেন। তানভীর নিজেও প্রতারকদের তথ্য দিয়ে সহযোগিতা করার কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম আজকের পত্রিকাকে বলেন, প্রতারণা প্রতিরোধে সবার মধ্যে সচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণাসহ নানামুখী উদ্যোগ নিয়েছে বিকাশ। তিনি বলেন, প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া মো. তানভীর সিরাজীকে শৃঙ্খলাজনিত কারণে গত সেপ্টেম্বর মাসে অব্যাহতি দেয় বিকাশ। তিনি বিকাশ কর্মকর্তা নন। এই ঘটনার তদন্ত চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীকে শুরু থেকেই প্রয়োজনীয় সহযোগিতা করে আসছে বিকাশ।