হোম > ছাপা সংস্করণ

ভাতা পাচ্ছে ২৯ হাজার ব্যক্তি

গঙ্গাচড়া প্রতিনিধি

গঙ্গাচড়া উপজেলায় সামাজিক সুরক্ষা ভাতার আওতায় এসেছে ২৯ হাজার ১০৬ জন অসহায় ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার সমাজসেবা অধিদপ্তরের সেবা অবহিতকরণ সেমিনারে এই তথ্য জানানো হয়েছে।

‘মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ স্লোগানকে সামনে রেখে উপজেলা সমাজসেবা কার্যালয় সেমিনারটির আয়োজন করে। উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. মোতালেব সরকার।

প্রধান অতিথি বলেন, এই সরকার দুস্থ-অসহায়, প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবাসহ সব মানুষের কথা চিন্তা করে। তাই সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন শ্রেণির মানুষকে ভাতার আওতায় নিয়ে এসেছে। সারা দেশে বয়স্ক ভাতার সুবিধা পাচ্ছেন ৪৯ লাখ মানুষ। বিধবা ভাতা পাচ্ছেন ২০ লাখ ৫০ হাজার নারী। এ ছাড়া ১ লাখ শিক্ষার্থী প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ও ১৮ লাখ মানুষ প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন।

পরিচালক মোতালেব জানান, শহরের দারিদ্র্য বিমোচনের জন্য সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে কর্মসূচি চালু করা হয়েছে। যেমন শহর সমাজসেবা কার্যক্রম (ইউসিডি) ও আশ্রয়ণ প্রকল্প কার্যক্রম।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বলেন, ‘আওয়ামী লীগ সরকার না থাকলে শত ভাগ ভাতা পেত না মানুষ। শুধু এই আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে। আমি সমাজসেবার কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। তাঁরা বাছাই করে গঙ্গাচড়া উপজেলার ২৯ হাজার ১০৬ জন অসহায় মানুষকে ভাতার আওতায় নিয়ে এসেছেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল কুমার বর্মণ ও গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ। নারী ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা ডা. আসিফ ফেরদৌস, উপজেলা সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ