হোম > ছাপা সংস্করণ

বেরসিক পুলিশ!

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

প্রেমের টানে প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠে সপ্তম শ্রেণির এক ছাত্রী (১৩)। খবর পেয়ে থানা-পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে আদালতের মাধ্যমে সেফ হোমে পাঠিয়ে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর পুঠিয়ার এক গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ওই কিশোরীর সঙ্গে চলতি বছরের শুরুতে একই গ্রামের এক যুবকের (২১) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ওই কিশোরী গত আগস্ট মাসে যুবকের বাড়িতে গিয়ে ওঠে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে যুবকের বিরুদ্ধে অপহরণের মামলা করেন। পুলিশ ওই যুবককে আটক করে জেলহাজতে পাঠায়। আর ওই কিশোরীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এলাকাবাসী জানান, গত বুধবার ওই যুবক জামিনে বাড়ি আসেন। সে খবর শুনে ওই কিশোরী গতকাল আবারও ওই যুবকের বাড়িতে গিয়ে ওঠে। দুপুরে যুবকের বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। তবে এবার কিশোরীকে নিজ পরিবারের কাছে না দিয়ে আদালতের মাধ্যমে সেফ হোমে পাঠিয়ে দেওয়া হয়।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে আমরা কিশোরীকে তার প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার করে আদালতে পাঠাই। কিশোরী তার প্রেমিককে বিয়ে করতে চায়। আদালত কিশোরীর বয়স বিবেচনা করে তাকে সেফ হোমে পাঠিয়েছেন।’

ওসি আরও বলেন, মেয়েটি স্বেচ্ছায় প্রেমিকের বাড়িতে চলে আসার বিষয়টি স্বীকার করেছে। তাই যুবককে আটক করা হয়নি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ