দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ (সা.)
লেখক: মিরাজ রহমান
প্রকাশক: সুলতানস
পৃষ্ঠা: ৩৬০
দাম: ৬৪০ টাকা
স্টল: প্রজন্ম ০৮
পাঁচ অধ্যায়ের এই বইয়ে ধারাবাহিকভাবে উঠে এসেছে—মহানবী (সা.)-এর জীবনে ব্যবসায় অভিজ্ঞতার বিস্তারিত ইতিহাস, মহানবী (সা.)-এর যেসব অভ্যাস-শিষ্টাচার ব্যবসায়ী হিসেবে সফল হতে সাহায্য করবে সেগুলোর কথা, মহানবী (সা.)-এর ব্যবসা পরিচালনার নীতি ও গাইডলাইন, ব্যবসায়ীদের জন্য কোরআন-হাদিসের অনুপ্রেরণামূলক কথা এবং ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ইসলামের বিধিবিধান। এ বইয়ে লেখক আধুনিক জীবনাচারে সফলতার মন্ত্র জ্ঞান করা বিষয়গুলোকে সিরাতের আলোকে পেশ করেছেন।
ব্যবসার উন্নয়নে আধুনিক কলাকৌশলের সঙ্গে সিরাতে বর্ণিত বিষয়গুলোর তুলনা করেছেন। কোরআন-হাদিস থেকে তুলে এনেছেন অসাধারণ সব মোটিভেশন। নারীদের উদ্যোক্তা হওয়ার পথও দেখিয়েছেন। মার্কেটিং, ব্র্যান্ডিং ও অনলাইন ব্যবসার খুঁটিনাটিও বাদ দেননি। বইয়ের তথ্য-উপাত্ত, বিন্যাসের চমৎকার উপস্থাপন পাঠককে মুগ্ধ করবে। কাগজ, বাঁধাই, মুদ্রণেও পেশাদারির পরিচয় দিয়েছেন প্রকাশক। সুলতানস, রকমারি ও অন্যান্য অনলাইন বুকশপ থেকে বইটি অর্ডার করা যাবে।
লেখক: মুসা আল হাফিজ
প্রকাশক: শোভা
পৃষ্ঠা: ৫১২
দাম: ৬০০ টাকা
প্যাভিলিয়ন: ১১
ইসলামের বিধিবিধানের আলোকে বিশুদ্ধ হাদিসের সংকলন করা হয়েছে। তাই শুধু হাদিসের আলোকে মহানবী (সা.)-এর জীবন নিয়ে তেমন একটি রচনা দেখা যায় না। এই অভাব পূরণে লেখক নবীজীবনের ধারাবাহিকতায় বিশুদ্ধ হাদিসের একটি সংকলন দাঁড় করতে চেয়েছেন এই বইয়ে। বাংলা ভাষায় এমন মৌলিক কাজ বিরল ও গৌরবজনক।
বইটি মহানবী (সা.)-এর জীবনচরিত শাস্ত্রকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আমরা আশাবাদী। এখানে যে বিষয়গুলো উঠে এসেছে, এর মধ্যে রয়েছে—হাদিসের প্রমাণ, নবুয়তের আগের-পরের জীবন, হিজরতের আগের-পরের জীবন, বিভিন্ন যুদ্ধের গল্প ইত্যাদি।
বইটি রকমারিসহ সব অনলাইন বুক শপে পাওয়া যাচ্ছে।
লেখক: ড. মো. ইব্রাহীম খলিল
প্রকাশক: অবসর প্রকাশনা সংস্থা
পৃষ্ঠা: ২৯২
দাম: ৫৫০ টাকা
প্যাভিলিয়ন: ০৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড. মো. ইব্রাহীম খলিল অর্ধশতাধিক বইয়ের লেখক। পাঠ্যবইসহ ইসলামবিষয়ক মৌলিক বই লিখে পাঠকের আস্থা কুড়িয়েছেন। এ বই তাঁর ৫৩তম রচনা। ১৩ অধ্যায়ে বিন্যস্ত এই বইয়ে তিনি মহানবী (সা.)-এর বিভিন্ন নীতি ও সংস্কারের কথা তুলে ধরেছেন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক পরিসরে মহানবী (সা.) যেসব যুগান্তকারী নীতি গ্রহণ করেছিলেন, এর সংক্ষিপ্তসার এই বই।
বর্তমান বিশ্ব নৈতিক ও মানবিকভাবে বিরূপ পরিস্থিতি মোকাবিলা করছে। বৈষয়িক উন্নতি ও প্রযুক্তিগত অগ্রগতির চূড়ায় চড়লেও নৈতিকতা ও মানবিকতায় প্রতিনিয়ত বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হচ্ছে। এ প্রেক্ষাপটে মহানবী (সা.)-এর অনুসৃত নীতি ও সাধিত সংস্কারগুলো নতুনভাবে মূল্যায়নের দাবি রাখে। এই বইয়ে সেই প্রয়াসই চালানো হয়েছে।
সংক্ষিপ্ত অথচ প্রামাণ্য বইটি অনলাইন বুকশপগুলোতেও পাওয়া যাবে।
লেখক: মাহমুদুল হাসান
প্রকাশক: বন্ধন প্রকাশন
পৃষ্ঠা: ১৭২
দাম: ২৬০ টাকা
স্টল: একাত্তর প্রকাশনী ৩০৪
মহানবী (সা.)-এর জীবনে শিল্পের সন্ধান করেছেন তরুণ আলেম, লেখক ও গবেষক মাহমুদুল হাসান। একুশ শতকে বিজ্ঞানের উৎকর্ষের সঙ্গে কলা ও শিল্পের চাহিদাও বাড়ছে। তাই কলা ও শিল্পের নীতি সামনে রেখে মহানবী (সা.)-এর জীবনকে অনুপুঙ্খ পাঠ করেছেন লেখক। এই বইটি তাঁর পরিশ্রমের উজ্জ্বল প্রমাণ।
বইটি শিল্প ও কলাবিষয়ক ইসলামের নিজস্ব বয়ান, মহানবী (সা.)-এর জীবনে এর বাস্তব প্রয়োগ এবং একালের শিল্প-সাহিত্য ও কলার সঙ্গে জড়িত মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ গাইডলাইনের ভূমিকা পালন করবে আশা করি।
পেশায় শিক্ষক মাহমুদুল হাসানের এই চমৎকার বইটি মেলার ৩০৪ নম্বর স্টল এবং রকমারিসহ সব অনলাইন বুকশপে পাওয়া যাবে।
লেখক: মুনীরুল ইসলাম
প্রকাশক: শিশুরাজ্য প্রকাশন
বইসংখ্যা: ৭টি
দাম: ৯৮০ টাকা
স্টল: ৬৯৭
শিশুদের জন্য মহানবী (সা.)-এর জীবন নিয়ে নতুন সিরিজ লিখেছেন লেখক ও শিশুসাহিত্যিক মুনীরুল ইসলাম। ‘ছোটদের প্রিয়নবী গল্প সিরিজ’ নামের এই সিরিজের প্রকাশিত সাতটি বই হলো—‘আঁধার ধরায় আলোর নবী’, ‘শুরু হলো দীনের দাওয়াত’, ‘মিরাজে গেলেন প্রিয়নবী’, ‘মক্কা ছেড়ে মদিনায় হিজরত’, ‘যুদ্ধের ময়দানে প্রিয়নবী’, ‘দয়ার নবী মায়ার ছবি’ এবং ‘অমুসলিমদের প্রতি প্রিয়নবী’।
শিশুরাজ্য প্রকাশন অত্যন্ত যত্ন করে বইগুলো শিশুদের উপযোগী করে তুলেছে। বইয়ের কভার, সাইজ, পৃষ্ঠা ও অঙ্গসজ্জা চমৎকার করে সাজিয়েছে। প্রতিটি বইয়ে ৬-৭টি গল্প রয়েছে। প্রতিটি গল্পের সঙ্গে প্রাসঙ্গিক ছবিও জুড়ে দেওয়া হয়েছে। সিরিজটি মেলায় শিশুরাজ্য প্রকাশনের ৬৯৭ নম্বর স্টলে (শিশু কর্নার) পাওয়া যাচ্ছে।