হোম > ছাপা সংস্করণ

ফকিরহাটের বেদেপল্লিতে টিকা ক্যাম্প

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে বেদেপল্লিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে করোনার টিকা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার কাটাখালী হাইওয়ে সংলগ্ন বেদেপল্লির শিশুদের জন্য নির্মিত স্কুলে প্রাপ্তবয়স্ক বেদে সদস্যদের এই টিকা দেওয়া হয়।

টিকা পেয়ে আনন্দ প্রকাশ করেন বেদে সম্প্রদায়ের সদস্যরা। বেদে রিতা বেগম, ইসরাফিল সরদার, সাফিয়া খাতুন, আক্তার হোসেন, রিপা বেগমসহ অনেকে বলেন, প্রথমদিকে টিকা নিয়ে ভয়ে ছিলেন। কিন্তু হাসপাতালের কর্মকর্তা ও তাঁদের বাচ্চাদের পড়ানো এনজিও কর্মকর্তা তাঁদের বুঝিয়ে রাজি করিয়েছেন। তাঁরা এ টিকা দিয়ে আগের চেয়ে নিরাপদ থাকতে পারবেন। এখনো যাঁরা টিকা নিতে রাজি হয়নি তাঁদের তাঁরা বুঝিয়ে বলবেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটেশন কর্মকর্তা দেবরাজ মিত্র বলেন, পিছিয়ে পড়া ও ভবঘুরে বেদে জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার উদ্যোগ নেন। এর ধারাবাহিকতায় তাঁদের নিবন্ধন করে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে।

হাসপাতালের চিকিৎসা প্রযুক্তিবিদ (ইপিআই) কামাল হোসেন বলেন, স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী ১৫ বেদে সদস্যসহ ৭৬৩ জনকে গতকাল করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। এঁদের দ্বিতীয় ডোজ টিকা আগামী ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার বলেন, বেদে জনগোষ্ঠী পেশার তাগিদে বিভিন্ন মানুষের সংস্পর্শে আসেন। তাই তাঁদের টিকার আওতায় আনা হয়েছে। তাঁরা হাসপাতালে গিয়ে টিকা নেওয়ার মতো সচেতন না বলে তাঁদের কাছে গিয়ে টিকা দেওয়া হয়েছে। অন্যদের মতো ফকিরহাটের সকল পিছিয়ে পড়া সম্প্রদায়কে টিকার আওতায় আনা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ