বগুড়ার শেরপুরে প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার ঘোঘা বটতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক (৩৫) গাড়িদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক কয়েক দিন আগে ব্যবসায়িক কাজে মোটরসাইকেল নিয়ে ঢাকায় গিয়েছিলেন। গতকাল ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন।
শেরপুর হাইওয়ে পুলিশের এএসআই হাবিবুর রহমান জানান, আব্দুর রাজ্জাক ঢাকা থেকে ফেরার পথে ঘোঘা বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে হাইওয়ে পুলিশের ইনচার্জ বানিউল আনাম আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনা-কবলিত প্রাইভেট কার ও মোটরসাইকেল পুলিশি হেফাজতে রয়েছে। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’