সখীপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ডায়াবেটিস এর চিকিৎসা করতে আর দেরি নয়’। গতকাল রোববার সকালে শোভাযাত্রাটি পৌর শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে মুখতার ফোয়ারা চত্বরে শেষ হয়। সখীপুর ডায়াবেটিস সমিতি এ শোভাযাত্রার আয়োজন করে।
এ সময় উপজেলা ডায়াবেটিস সমিতির সভাপতি ডাক্তার মো. আনোয়ার হোসেন, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী আসিফ, বহেড়াতৈল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ওয়াদুদ হোসেন, সখীপুর বাজার বণিক বহুমূখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া ব্যক্তিত্ব টাইগার নজরুল, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমাস আজাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।