নতুন কমিটি পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ। গতকাল সোমবার জাবি শাখা ছাত্রলীগের দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। এতে সভাপতি হয়েছেন আকতারুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক করা হয়েছে হাবিবুর রহমান লিটনকে। তাঁরা দুজনেই সদ্য সাবেক কমিটির সহসম্পাদক ছিলেন।
গতকাল ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এতে উল্লেখ করা হয়, এই আংশিক কমিটি আগামী এক বছরের জন্য।
সভাপতি আকতারুজ্জামান সোহেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের ৪২ ব্যাচের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী।
এর আগে, ২০১৬ সালের ২৭ ডিসেম্বর জুয়েল রানাকে সভাপতি এবং আবু সুফিয়ান চঞ্চলকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য জাবি শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরে ২১৪ সদস্যকে নিয়ে কমিটি পূর্ণাঙ্গ করা হয়। গত ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সে কমিটি বিলুপ্ত করে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।