তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে গতকাল ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পরে এক বিবৃতিতে দুই দেশের সম্পর্ক ইউক্রেনের সামরিক শক্তিকে মজবুত করবে বলে মন্তব্য করেছেন জেলেনস্কি।
পূর্ব ইউরোপের দেশটি ইতিপূর্বে তুর্কি ড্রোন কিনেছে, যা দেশটির ডনবাস অঞ্চলে রাশিয়ার সঙ্গে সংঘর্ষে ব্যবহার করা হয়েছে। বিষয়টি মস্কোকে বিরক্ত করেছে। কিন্তু মস্কো-আঙ্কারার সম্পর্কও একেবারে খারাপ না।
এদিকে, ন্যাটোর তৎপরতার জবাবে ইউক্রেন সীমান্তে রাশিয়া সম্প্রতি সৈন্য সমাবেশ বাড়িয়েছে। এ অবস্থায় গত মঙ্গলবার ইউক্রেন সফর করেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়াল্যাস। যেকোনো পরিস্থিতিতে ব্রিটেন ইউক্রেনের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন ওয়াল্যাস। তা ছাড়া দেশটির নৌ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্য দেশটিকে সাহায্য করবে।