ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক স্যার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিসে রবি মৌসুমের বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ বীজ ও রাসায়নিক স্যার বিতরণ করা হয়। এ সময় প্রায় ১ হাজার ৪৩০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক স্যার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জগলুল হায়দারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আবুল হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিমল দত্ত, নবীনগর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দীন মনির প্রমুখ।